১৪ মে, ২০২৪

Money: সর্বোচ্চ দু'বছরের সেভিংসে সাড়ে ৭ শতাংশ সুদ, মহিলাদের জন্য নতুন কী প্রকল্প
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-04 10:03:59   Share:   

নতুন অর্থবর্ষ থেকে মহিলাদের জন্য একটি বিশেষ আমানত প্রকল্পের সূচনা হয়েছে। শুরু হয়েছে মহিলাদের জন্য স্বল্প মেয়াদে আমানতের কেন্দ্রীয় কর্মসূচি। দেশের ১ লক্ষেরও বেশি ডাকঘরে (Post Office) এই প্রকল্পের মাধ্যমে অর্থ লগ্নির পরিষেবা শুরু হয়েছে। ২০২৩-এ বাজেট ঘোষণার সময়ই এই ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ প্রকল্প চালুর বিষয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister)।   

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র মহিলারাই এই প্রকল্প কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এই প্রকল্পে আমানতকারী মহিলারা ২ বছরের আমানতের উপর সাড়ে ৭ শতাংশ সুদ (Interest) পাবেন। সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত লগ্নি করা যাবে। এমনকি মেয়াদ শেষের আগেই আংশিক আমানত তোলাও যাবে। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্তই অ্যাকাউন্ট খোলা যাবে ‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ প্রকল্পে। এই প্রকল্পের ফলে মহিলা গ্রাহকদের উপকার হবে। এমনকি এই প্রকল্পে কেন্দ্র সরকারের ঘোষণা, মহিলাদের আর্থিক ক্ষমতায়নের উদ্দেশ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তবে এই প্রকল্পে লগ্নির সময়সীমা শুধুমাত্র আগামী ২ বছরের জন্য সীমাবদ্ধ থাকায় উঠছে নানা প্রশ্ন।


Follow us on :