১৩ মে, ২০২৪

Assam: বন্যা পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাস শাহের
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-25 19:06:10   Share:   

অসমের (Assam) বন্যা (Flood) পরিস্থিতি নিয়ে এবার সেখানকার মুখ্যমন্ত্রী (CM) হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি একটি টুইটও করেছেন তিনি। জানিয়েছেন, অসমের এই কঠিন পরিস্থিতিতে সব রকমভাবে সহায়তা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।

অন্যদিকে অসমের বন্যা পরিস্থিতির সেভাবে কোনও উন্নতিই হয়নি এখনও। কয়েকটি জায়গায় জল নামলেও বেশিরভাগ গ্রাম এখনও জলের তলায়। জানা গিয়েছে, বন্যায় ৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

বিভিন্ন তথ্য অনুযায়ী, অসমে বন্যার কারণে প্রায় চার লক্ষের বেশি মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবথেকে বেশি ক্ষতি হয়েছে বারপেটা, কামরূপ, লখিমপুর, নলবাড়ি, ধুবড়ি সহ একাধিক এলাকা। সরকারের তরফে প্রায় ১০১টি ত্রাণশিবির খোলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার তরফেও বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে।


Follow us on :