১৪ মে, ২০২৪

Nagpur Flood: প্রবল বর্ষণে বিপর্যস্ত নাগপুর, জলের তলায় ১০ হাজার বাড়ি, মৃত ৪
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-24 20:22:57   Share:   

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাগপুর (Nagpur)। অনবরত ভারী বর্ষণের ফলে নাগপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। চারিদিকে জল থইথই, কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর সমান। এই পরিস্থিতিতে নাগপুরে মৃত্যু হয়েছে ৫৩ বছরের পঙ্গু মহিলা-সহ ৪ জনের। অন্তত ১০ হাজার বাড়ি জলমগ্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বানভাসি হয়ে পড়েছে নাগপুর। এই পরিস্থিতিতে রবিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, নাগপুরে এখনই বৃষ্টির আশঙ্কা কাটছে না। কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আর তার জেরে আতঙ্ক বাড়ছে নাগপুরবাসীদের। জানা গিয়েছে, শনিবার তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়। এর পর থেকেই বানভাসি বিস্তীর্ণ এলাকা। তবে নাগপুরের এই পরিস্থিতিতে উদ্ধারকার্য শুরু করেছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধারকাজে সাহায্য করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জেলা ও পুলিশ প্রশাসনকে যথাযথ সাহায্য করার নির্দেশ দিয়েছেন। রবিবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন। এখনও অবধি ১৪০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বন্য়া পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে নাগপুরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।


Follow us on :