১৭ মে, ২০২৪

Car: সিটবেল্ট না পরলে এবার জরিমানা হবে চালকদের, কোন রাজ্য আনছে নয়া নিয়ম?
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-01 09:53:21   Share:   

সিটবেল্ট (Seat Belt) না পরলে এবার শুধু চালক নয় জরিমানা হবে যাত্রীদেরও। মোটর ভেহিকেলস (Motor Vehicles) আইনে সংশোধন এনে ১ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর করছে মুম্বই প্রশাসন। কিছুদিন আগেই গুজরাত থেকে মহারাষ্ট্র (Mahasrhtra) আসার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টাটার প্রাক্তন সিইও সাইরাস মিস্ত্রির। সিটবেল্ট সংক্রান্ত সমস্যার জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা। এমনটাই তদন্তে জানতে পেরেছিল পুলিস। সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বই ট্রফিক পুলিশ।

গত ১৪ অক্টোবর মোটর ভেহিকল আইনের ১৯৪-এর বি (১) ধারাটি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে মহারাষ্ট্র সরকার। ২০১৯-র এই আইন অনুযায়ী, যিনি মোটর গাড়ি চালাচ্ছেন বা যাঁরা তাতে যাত্রী হিসাবে সওয়ার হচ্ছেন, তাঁরা যদি সিটবেল্ট না পরেন, তবে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মহারাষ্ট্র সরকার এই আইনের উপরেই নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যাত্রীদের যদি সিটবেল্ট না পরতে দেখা যায়, তবে মাথাপিছু আরও ২০০ টাকা করে জরিমানা করা যেতে পারে।


Follow us on :