২৬ এপ্রিল, ২০২৪

Maithon: স্করপিও করে বাংলায় গরু পাচারের চেষ্টা, গ্রেফতার দুই
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-09 13:14:38   Share:   

মাইথন (Maithon) পুলিশের (Police) বড়সড় সাফল্য। স্করপিওতে করে পাচারের আগেই গবাদি পশু সহ চালক ও হেলপারকে গ্রেফতার (Arrest) করেছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে মাইথন ওপির ইনচার্জ বালাজী রাজহাঁসের নেতৃত্বে তল্লাশি শুরু হয়।

স্কর্পিওতে করে বাংলায় নিয়ে যাওয়া ৪টি গরু ধরা পড়ে।  এর আগেও গরু পাচারকারীরা বিভিন্ন যানবাহনে করে গরু বাংলায় নিয়ে এসেছে। কিন্তু স্কর্পিও করে এই প্রথমবার। মাইথন পুলিস স্করপিওটি বাজেয়াপ্ত করে। গাড়ীর মধ্যেই একটি ষাঁড় মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৩টে ষাঁড়  জীবিত রয়েছে বলে খবর।

পুলিস জানিয়েছে, ষাঁড়গুলির পা দড়ি দিয়ে বাঁধা ছিল।  স্করপিও চালক গাসুল আনসারী ও খালাসী মো. আলমকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিস।  এ ব্যাপারে ওপি ইনচার্জ বালাজী রাজহাঁস জানান, তিনি গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে, গরুগুলিকে স্করপিও থেকে বাংলায় নিয়ে যাওয়া হচ্ছে।  সেই মতো টোল প্লাজার কাছে অভিযান চালানো হয়।  একই সময়ে স্কর্পিওতে পাওয়া যায় ৪টি গরু।  এর মধ্যে একটি ষাঁড় মারা গিয়েছে এবং ৩টি দুগ্ধ গাভী।  পশুচিকিৎসককে জানানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইনচার্জ।  ধৃত চালক ও খালাসি বিহার গয়ার বাসিন্দা।


Follow us on :