১০ মে, ২০২৪

Bengaluru: মহিলার মাথার অস্ত্রোপচার করতেই বেরিয়ে এল 'মার্বেলের থলি'! এরপর যা হল...
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-02 18:04:46   Share:   

অস্ত্রোপচার (Operation) করে এক মহিলার মাথা থেকে বের করা হল 'মার্বেল থলির'-এর (Sack of Marbles) মতো বস্তু! জানা গিয়েছে, ৫২ বছর ধরে এক মহিলার মাথার আকার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েই চলছিল। মাথার পিছন দিকটা ছোটবেলা থেকেই ফুলে উঠছিল। তবে কোনও ব্যথা ছিল না। কিন্তু মাথার পিছনে এমন দেখার পরেও তিনি চিকিৎসকের কাছে যাননি। এরপর যখন অবশেষে চিকিৎসকের কাছে গেলেন এর চিকিৎসা করাতে, তখন তাঁর মাথার এমআরআই স্ক্য়ান করতেই যা প্রকাশ্যে এল তা দেখে চিকিৎসকদের চক্ষু চড়কগাছ। এই ঘটনাটি বেঙ্গালুরুর (Bengaluru)।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর শ্রী সত্য সাই ইনস্টিটিউট অব হায়ার মেডিক্যাল সায়েন্সে মহিলার মাথার অস্ত্রোপচার করা হয়েছে। এই হাসপাতালের চিকিৎসকরাই সম্প্রতি এক জার্নালে এই ঘটনার ব্যাপারে জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সেই মহিলার মাথার আকার বৃদ্ধি পেয়েই চলছিল। প্রায় বেলুনের মত ফুলে উঠেছিল। এরপর এর এমআরআই স্ক্যান করতেই দেখা যায়, তরল, চুল, পুরু আবরণ যুক্ত ফ্যাট ও কেরাটিনের বল দিয়ে ভরা তাঁর মাথার ফোলা অংশ। এই কেরাটিন বলগুলোকে চিকিৎসার ভাষায় 'ডার্ময়েড সিস্ট' বলা হয়।

মাথার পিছনে এই কেরাটিনের বলগুলোকেই মার্বেল বল-এর দেখাচ্ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, এগুলো মূলত শরীরের বিভিন্ন কলা জমে এমন বলের সৃষ্টি করে। তবে এগুলো শরীরের জন্য তেমন ক্ষতিকর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা আরও জানিয়েছেন, সেই মহিলার অস্ত্রোপচারের পর তাঁকে ছয়মাস পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন।


Follow us on :