১৭ মে, ২০২৪

SBI: ২০০০-এর নোট জমা নিয়ে নয়া নির্দেশিকা এসবিআইয়ের, জানুন
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-21 20:24:33   Share:   

২০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেছে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু কীভাবে এই নোট জমা দেবেন কিংবা বদল করবেন তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। এবার তা নিয়েই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

১. ২০০০ টাকার নোট জমা দেওয়া কিংবা বদল করার সময় কোনও পরিচয়পত্র দেখাতে হবে না।

২. পূরণ করতে হবে না কোনও ফর্ম।

৩. একসঙ্গে মোট দশটি ২০০০ টাকার নোট অর্থাৎ ২০ হাজার টাকা ব্যাঙ্কে জমা দেওয়া যাবে কিংবা বদল করা যাবে।

৪. ব্যাঙ্কের গ্রাহক নন এমন ব্যক্তিরাও নোট বদল করাতে বা জমা করতে যেতে পারবেন।

কয়েকদিন ধরেই স্টেট ব্যাঙ্কে টাকা জমা দেওয়া বা বদল করার একটি ভুয়ো নির্দেশিকা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার তার পরিপেক্ষিতেই একটি বিজ্ঞপ্তি জারি করল ব্যাঙ্ক।


Follow us on :