১০ মে, ২০২৪

Raghav: সাংসদ পদ খোয়াতেই বদলে ফেললেন সমাজমাধ্যমের বায়ো! কী লিখলেন রাঘব চাড্ডা
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-12 17:29:37   Share:   

সাংসদদের সই নকল করার অভিযোগ উঠেছে আপ সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) বিরুদ্ধে। এককথায় স্বাধিকার ভঙ্গের অভিযোগেই তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। আর এরপরেই তিনি পরিবর্তন করলেন তাঁর সমাজমাধ্য়মের বায়ো। এর আগে এমনটা দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর Rahul Gandhi) ক্ষেত্রেও। অনির্দিষ্টকালের জন্য সাংসদ পদ খুঁইয়ে বদলে ফেলেছিলেন টুইটার (Twitter Bio) অর্থাৎ 'এক্স'-এর বায়ো। এবারে রাহুলের দেখানো পথেই হাঁটলেন রাঘব চাড্ডাও।

অনির্দিষ্টকালের জন্য রাঘব চাড্ডাকে শুক্রবার সাসপেন্ড করেছেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড়। এরপরেই রাঘবকে দেখা গিয়েছে, তাঁর সাসপেনশন নিয়ে নিজের স্বপক্ষে যুক্তি দিতে। একটি ভিডিও বানিয়ে সমাজমাধ্যমে শেয়ার করেন তিনি। সেখানে তিনি প্রথমেই জিজ্ঞাসা করেন, 'কেন আমাকে সাসপেন্ড করা হল? কী অপরাধ আমার?' এছাড়াও তিনি যুক্তি দেন যে, তাঁকে সাসপেন্ড করার কোনও কারণই নেই। আর সাসপেনশনের 'প্রতিবাদ' হিসাবে তিনি তাঁর টুইটারের বায়ো পরিবর্তন করে লিখলেন, 'সাসপেন্ডেড মেম্বার অফ পার্লামেন্ট'। অর্থাৎ 'সাসপেন্ডেড সাংসদ'। উল্লেখ্য, সাংসদ পদ হারানোর পর রাহুল গান্ধী বায়োতে লিখেছিলেন, 'অযোগ্য সাংসদ।' তবে এখন এটাই দেখার, কবে ফের সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাঘব চাড্ডা।


Follow us on :