১২ মে, ২০২৪

RBI: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ৫০০ টাকার নোট! কী জানালেন আরবিআই গভর্নর
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-08 18:37:26   Share:   

১৯ মে দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of india) তরফে ঘোষণা করা হয়েছিল, বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট (2000 Notes)। আর এই নিয়েই হইহই পড়ে যায়। এরই মধ্যে গুঞ্জন রটেছে,বাজার থেকে নাকি ৫০০ টাকার নোটও তুলে নেওয়া হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের কপালে হাত। তবে এই খবরকে উড়িয়ে দিয়ে আসল খবর প্রকাশ্যে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস (Governor Shaktikanta Das) জানালেন, ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে এটি পুরোপুরিই ভুল কথা। এমনটা কোনও সিদ্ধান্তই নেয়নি আরবিআই।

২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে, এমনটা ঘোষণা করা হতেই  ২০০০ টাকার নোটের কী হবে, সেগুলো আর বাজারে চলবে কিনা, তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ওঠে। যদিও ২০০০-এর নোট প্রত্যাহারের ঘোষণা করার সময় আরবিআই নোটগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার বা বদলে নেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু এখন খবরে এসেছে যে, ৫০০ টাকার নোট তুলে নেওয়া হবে ও ১০০০ টাকার নোট বাজারে ফের ফিরিয়ে আনা হবে। কিন্তু আরবিআই-এর গভর্নর ৮ জুন, বৃহস্পতিবার ঘোষণা করলেন, '৫০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে না। ১০০০ টাকার নোটও ফিরিয়ে আনা হচ্ছে না। জনসাধারণকে অনুরোধ, তাঁরা যেন কোনও গুজবে কান না দেন।'

এদিন আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, বাজারে যত ২০০০ টাকার নোট রয়েছে তার ৫০ শতাংশই রিজার্ভ ব্যাঙ্কের হাতে এসেছে। যে পরিমাণ ২০০০ টাকার নোট ব্যাঙ্কের হাতে এসেছে, তার মূল্য ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা।


Follow us on :