০২ মে, ২০২৪

Punjab: দেশীয় অস্ত্র চোরাচালান র‍্যাকেট ফাঁস পঞ্জাব পুলিসের, দুই রাজ্যের যৌথ অভিযানে ধৃত ২
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-03 11:41:28   Share:   

পঞ্জাবে (Punjab) দেশীয় অস্ত্র চোরাচালান র‍্যাকেট (smuggling racket) ফাঁস করল পুলিস। ডিজিপি গৌরব যাদব শুক্রবার বলেছেন, 'পঞ্জাব পুলিস মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দুই বাসিন্দাকে ইতিমধ্যে গ্রেফতার (Arrested) করেছে এবং অস্ত্র তৈরি এবং চোরাচালান র‍্যাকেটের পর্দা ফাঁস করেছেন তাঁরা।'

তিনি আরও বলেন, 'পঞ্জাব পুলিসের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট মধ্যপ্রদেশ পুলিসের সহায়তায় দু'জনকে গ্রেফতার করেছে। অস্ত্র তৈরির পাশাপাশি পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল অভিযুক্তরা।'

গ্রেফতার হওয়া দু’জন হলেন খরগাঁয়ের রাতোয়া গ্রামের ভোরেলাল ওরফে মনীশ বাদে এবং বুরহানপুর জেলার দত্ত পাহাড়ি গ্রামের কৈলাস মাল সিং। তাঁদের কাছ থেকে ৩২ বোরের ৫৫টি পিস্তল উদ্ধার করেছে পুলিস। এই বিষয়ে, ১০ অগাস্ট অমৃতসরে আইপিসি এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একটি এফআইআর নথিভুক্ত হয়েছে। ডিজিপি বলেন, 'অভিযান চলছে এবং আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।'

পঞ্জাব পুলিস একটি বিবৃতিতে বলেছে, 'অপরাধ ও মাদকমুক্ত করার জন্য এই অবৈধ অস্ত্র এবং মাদক সরবরাহ নেটওয়ার্কগুলিকে উচ্ছেদ করা যথেষ্ট প্রয়োজন। তার জন্য ইতিমধ্যে বিভিন্ন দল কাজ শুরু করেছে।' 


Follow us on :