১৩ মে, ২০২৪

Raghav Chadha: 'এরা আম আদমি, তবে খাস কারা?', বিয়ের খরচ নিয়ে রাঘবকে বিঁধলেন কংগ্রেস নেতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-25 13:23:52   Share:   

দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) হাইপ্রোফাইল বিয়ে। বিবাহ সুসম্পন্ন করে ইতিমধ্যেই তাঁরা বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। কিন্তু বিয়ে শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না রাঘবের। সাংসদ হয়ে কীভাবে এমন 'গ্র্যান্ড ওয়েডিং'-এর আয়োজন করেছেন তা নিয়েই শুরু বিতর্ক। রাঘবের বিয়ে নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যেই অস্বস্তিতে পড়তে হল আম আদমি পার্টিকে। বিয়ের বিপুল খরচ ঘিরে রাঘবকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের বিধায়ক সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। রাঘবকে কটাক্ষ করে তিনি বলেছেন, 'এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?'

রাঘব-পরিণীতির বিয়ে ঘিরে শুক্রবার থেকেই সাজ সাজ রব রাজস্থানে। সেখানকার সাত তারা হোটেল লীলা প্যালেসে তাঁদের বিয়ের আসর বসে। জানা গিয়েছে, সেই হোটেলের যে স্যুটে থাকার কথা ছিল, তার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা।  সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরেন ও কোথা থেকে এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পঞ্জাবের কংগ্রেস নেতা। সেই তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়, তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। ফলে তিনি প্রশ্ন করেছেন, রাঘব কীভাবে একরাতের জন্য ১০ লক্ষ টাকার স্যুটের আয়োজন করেছেন। এমনকী তাঁর 'বস' অরবিন্দ কেজিরওয়াল এবং ভগবন্ত মানের কাছেও জবাবদিহি চেয়েছেন তিনি। এর পর সুখপাল বলেছেন, 'এরা যদি আম আদমি পার্টি হয়, তবে খাস কারা?'

মোদী সরকারের বিরোধী ইন্ডিয়া জোটে হাতে-হাত দিয়ে রয়েছেন রাহুল-কেজরিওয়ালরা। কিন্তু তাঁদের মধ্যের বিরোধিতাই এবারে এল প্রকাশ্যে। বিবাহের খরচ নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগের ফলে ইন্ডিয়া জোটে কোনও আঁচ আসে কিনা, বা কতটা কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।


Follow us on :