১৫ মে, ২০২৪

Murmu: বায়ুসেনার পোশাকে তেজপুরে যুদ্ধবিমান ওড়ালেন রাষ্ট্রপতি, চড়লেন সুখোই-৩০
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-08 15:56:38   Share:   

ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) পোশাকে সুখোই-৩০ যুদ্ধ বিমান ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু (President Murmu)। শনিবার অসমের তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে সুখোই বিমান ওড়ালেন তিনি। সংবিধান মেনে দেশের তিন বাহিনীর কমান্ডার দেশের রাষ্ট্রপতি। সেই সূত্র ধরেই এদিন তেজপুরে বায়ুসেনার ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন দেশের সংবিধান প্রধান। সেখানেই সুখোই-৩০ (Sukhoi 30) এমকেআই-র প্রশিক্ষণ বিমান ওড়ান তিনি। সহকারী পাইলটের আসনে ছিলেন ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান চালক। তেজপুর ঘাঁটির পরিদর্শক খাতায় রাষ্ট্রপতি লেখেন, 'এমন উড়ানের ব্যবস্থা করার জন্য আমি তেজপুরের বিমান ঘাঁটির সমস্ত সেনাদের অভিনন্দন জানাই।'

সুখোই সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে রাষ্ট্রপতি টুইটারে লেখেন, 'ভারতীয় বায়ুসেনার শক্তিশালী সুখোই-৩০-এমকেআই যুদ্ধবিমানে ওঠা আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। এটা গর্বের বিষয় যে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা আজ জল, স্থল এবং অন্তরীক্ষে সুদৃঢ় ভাবে প্রসারিত।' প্রসঙ্গত, ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে সুখোই-৩০ এমকেআই বিমানে সওয়ার হলেন দ্রৌপদী। ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল মহারাষ্ট্রের পুণে বায়ুসেনা ঘাঁটিতে এই রুশ যুদ্ধবিমান উড়িয়েছিলেন।


Follow us on :