২৬ এপ্রিল, ২০২৪

MCD: মেয়র নির্বাচন ঘিরে রণক্ষেত্র দিল্লি পুরসভা! আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-06 16:41:32   Share:   

দু'দলের (BJP And AAP Scuffle) কাউন্সিলরদের হাতাহাতিতে রণক্ষেত্র দিল্লি পুরসভা (Delhi Municipality)। আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতির জেরে স্থগিত পুরসভার মেয়র নির্বাচন (Mayor Election)। ফলে দেশের রাজধানী অঞ্চলে এবার নতুন করে রাজনৈতিক সঙ্কট তৈরি হতে পারে, প্রশ্নের মুখে পড়তে পারে নাগরিক পরিষেবা।

দিল্লির পুর আইন বলছে, মেয়র-ডেপুটি মেয়র নির্বাচনে দলত্যাগ বিরোধী আইন কার্যকরী নয়। আর সেই অঙ্কে ভর করেই কাউন্সিলর সংখ্যার হিসাবে অনেক পিছিয়েও মেয়র ভোটে প্রার্থী দিয়েছিল বিজেপি। ফলে তৈরি হয়েছিল গোলমালের আশঙ্কা। শুক্রবার অধিবেশনের সূচনায় বিতর্ক তৈরি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপালের এক মনোনয়ন। উপরাজ্যপাল ভিকে সাক্সেনা সত্য শর্মাকে তদারকি স্পিকার মনোনীত করেন।

বিজেপি নেতা সত্য মেয়র ভোটের আগে শপথগ্রহণ করাতে গেলে বাধা দেন আপ কাউন্সিলররা। দিল্লির লেফটান্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই একাজ করছেন, অভিযোগ তুলেছিল আপ।

২৫০ আসনের দিল্লি পুরনিগমে মেয়র জয়ের জন্য প্রয়োজন ১২৬ জন কাউন্সিলরের সমর্থন। ডিসেম্বরের গোড়ায় পুরভোটে ১৩৪টি ওয়ার্ডে জিতে সেই ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়ে ফেলেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। ক্ষমতাসীন বিজেপি নেমে আসে ১০৪-এ। ৯টি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস।


Follow us on :