২২ মে, ২০২৪

Independence Day 2023: ১৫ অগাস্টে হতে পারে বড়সড় জঙ্গি হামলা! হাই অ্যালার্ট দিল্লিজুড়ে
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-14 16:48:57   Share:   

রাত পোহালেই ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day 2023)। আর এই স্বাধীনতা দিবসের জন্য প্রত্যেক বছরের মত এবারেও দিল্লির লালকেল্লায় (Red Fort) পতাকা উত্তোলন করা হবে। হবে অনুষ্ঠানও। ফলে এই বিশেষ দিনের জন্য রাজধানী দিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য় যখন প্রস্তুতি তুঙ্গে, তখনই শোনা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ত্রাসবাদী হামলা (Terror Attack) হওয়ার আশঙ্কা রয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান মদতপুষ্ট লস্কর-ই-তৈবা (Lashkar-E-Taiba) ও জইশ-ই-মহম্মদ (Jaish-E-Mohammed) নামে দুই সংগঠন ভারতে হামলা করতে চলেছে। আর সেই হামলার প্রধান লক্ষ্যই হল রাজধানী দিল্লি।

সূত্রের খবর, ১৫ অগাস্ট ভারতে একাধিক জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে পাকিস্তানি সংগঠন লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ। সিকিউরিটি ইন্টিলিজেন্স এজেন্সি সূত্রে জানা গিয়েছে, ১৫ অগাস্ট দিল্লির জনবহুল একাধিক জায়গায় বড়সড় জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই সন্ত্রাসবাদী হামলার পিছনে রয়েছে পাকিস্তান মদতপুষ্ট দুই জঙ্গি সংগঠন। এমনটাই সূত্রের খবর। ফলে সারা দিল্লিজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন জনবহুল এলাকা যেমন-রেল স্টেশন, শপিং মল, রাস্তা ইত্যাদি জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা দিল্লিজুড়ে পুলিস নজরদারি রাখছে। ১০ হাজার অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। প্রায় হাজার সিসিটিভি ক্যামেরা, অ্যান্টি-ড্রোন সিস্টেম লাগানো হয়েছে লালকেল্লা চত্বরে।


Follow us on :