১১ মে, ২০২৪

G20 Summit: কোনারকের সূর্য মন্দিরের কারুকার্য দেখে বিস্মিত বাইডেন, মাহাত্ম্য বোঝালেন প্রধানমন্ত্রী মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-09 14:41:46   Share:   

জি-২০ সম্মেলন ঘিরে রাজধানী দিল্লিতে সাজো সাজো রব। আজ অর্থাৎ ৯ সেপ্টেম্বর, শনিবার থেকে শুরু হয়েছে জি-২০ সম্মেলন (G20 Summit)। ইতিমধ্যেই নয়া দিল্লিতে এসে পৌঁছেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানরা ও ভারত মণ্ডপমে বসেছে এর আসর। শনিবার সকালেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক-সহ অন্য রাষ্ট্রনেতারা একে একে পৌঁছন সেখানে। নিজে উপস্থিত থেকে সকলকে সেখানে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর পরই বাইডেনকে স্বাগত জানানোর এক বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, জি-২০ সম্মেলনের জন্য তৈরি করা কোনারকের সূর্যমন্দিরের বিখ্যাত চাকার প্রতিরূপ দেখে বিস্মিত হয়ে পড়েন বাইডেন। আর সেই প্রতিরূপের মাহাত্ম্য বিষয়ে বাইডেনকে জানাতে দেখা গেল মোদীকে।

জি-২০ সম্মেলন উপলক্ষে বিভিন্ন শিল্প ও কারুকার্যে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল 'ভারত মণ্ডপম'। সেখানে প্রবেশের মুখেই ওড়িশার কোনারকের মন্দিরের বিখ্যাত চাকাটির একটি প্রতিরূপও তৈরি করে রাখা হয়েছে। সেই সাজসজ্জা নজর কেড়েছে সকলেরই। তবে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ভারতের এমন শিল্প দেখে হতবাক হয়ে যান। নিজের কৌতূহল চেপে রাখতে পারেননি তিনি। ফলে তাঁর কৌতূহল প্রকাশ করতেই বাইডেনের সঙ্গে করমর্দনের পর তাঁকে ওই চাকার বর্ণনা দিচ্ছেন মোদী। আর এই দৃশ্যই ক্যামেরাবন্দি করা হয়েছে ও ইতিমধ্যে তা ভাইরাল।


Follow us on :