১৪ মে, ২০২৪

France: প্যারিসে পৌঁছতেই মোদীকে স্বাগত জানালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, দেওয়া হল 'গার্ড অফ অনার'
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-13 19:28:18   Share:   

দু'দিনের ফ্রান্স সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার বিকেল ৪ টে নাগাদ ফ্রান্সের (France) রাজধানী প্যারিসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ওরলি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। এরপর বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানানো হয়। ওরলি বিমানবন্দরে হাজির ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। এরপর ওরলি বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রীকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। আবার তাঁকে স্বাগত জানাতে উভয় দেশের জাতীয় সংগীতও বাজানো হয়।

ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল ডে-তে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্যারিস সফর উপলক্ষে সেখানকার প্রবাসী ভারতীয়রা আনন্দে আপ্লুত। প্রধানমন্ত্রী প্যারিসে পৌঁছনোর আগে ভারতীয় পতাকা হাতে নিয়ে প্রবাসীদের 'মোদী হ্যায় তো মুমকিন হ্যায়' বলেও স্লোগান দিতে দেখা যায়। এরপর প্রধানমন্ত্রী মোদী প্যারিসে পৌঁছনোর পর 'ভারত মাতা কী জয়' বলেও স্লোগান দেন ভারতীয়রা। পাশাপাশি বন্দে মাতরম বলেও স্লোগান দিতে শুরু করেন প্রবাসী ভারতীয়রা। ফলে তাঁদের এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মোদীও। হাসিমুখে তাঁদের সংবর্ধনা গ্রহণ করলেন। ছোটদের আশীর্বাদ দিতেও দেখা যায় তাঁকে ও বড়দের থেকে হাতজোড় করে সংবর্ধনা গ্রহণ করলেন নমো।

ফলে প্রধানমন্ত্রী প্যারিসে পৌঁছতেই তাঁর এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমান আট থেকে আশি। প্যারিসের রাস্তায় উপচে পড়ে ভিড়। আর সেই সব ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এককথায়, প্যারিসের রাস্তায় একপ্রকার মোদী ঝড় দেখা গেল এদিন।


Follow us on :