১০ মে, ২০২৪

Modi: 'ক্ষমতায় এলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত', 'গ্যারান্টি' দিলেন প্রধানমন্ত্রী মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-27 10:09:05   Share:   

বছর ঘুরলেই লোকসভা ভোট। আর পরের বছরেও বিজেপি (BJP) সরকার ক্ষমতায় এলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। এমনটাই জোর গলায় 'গ্যারান্টি' দিয়ে বললেন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জি-২০ বৈঠকের আগে নতুন ভাবে গড়ে উঠেছে আইটিপিও কমপ্লেক্স। বুধবার দিল্লির প্রগতি ময়দানে আইটিপিও (ITPO) কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চব্বিশের ভোটে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করা হবে।

বুধবার জনতার উদ্দেশে বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের প্রথম দফায় অর্থনীতির নিরিখে দশম স্থানে ছিল ভারত। আমাদের দ্বিতীয় দফায় অর্থাৎ এখন ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। তাই আমি দেশবাসীকে বলতে চাই, তৃতীয় দফায় ভারতের অর্থনীতি বিশ্বের প্রথম তিনে থাকবে। আমার তৃতীয় দফায় বিশ্বের প্রথম তিন অর্থনীতির তালিকায় থাকবে ভারত। এটাই মোদীর গ্যারান্টি'।


Follow us on :