১৭ মে, ২০২৪

Modi: আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে, ড্রোন উড়িয়ে এর নাম আনলেন প্রকাশ্যে
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-26 20:44:56   Share:   

জি-২০ বৈঠকের (G-20 Summit) আগেই ভোল বদলে নতুন রূপে সামনে এসেছে আইটিপিও কমপ্লেক্স বা ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন (ITPO Complex)। আজ অর্থাৎ বুধবার ছিল এর উদ্বোধনী অনুষ্ঠান। ফলে আজ সন্ধ্যার দিকে দিল্লির প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল এক্সিভিশন-কাম কনভেনশন সেন্টার 'ভারত মণ্ডপম' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২৩ একর জমির উপর ঝাঁ চকচকে, অত্যাধুনিক এই কমপ্লেক্সটি তিনি নাম দিয়েছেন 'ভারত মণ্ডপম'। প্রধানমন্ত্রী এদিন ড্রোন উড়িয়েছেন ও আর সেই ড্রোনের সঙ্গে লাল কাপড়েই লেখা ছিল 'ভারত মণ্ডপ।' ফলে ড্রোনের মাধ্যমেই এই কমপ্লেক্সের নাম প্রকাশ্যে এনেছেন মোদী।

বুধবার এই কমপ্লেক্স উদ্বোধনের আগেই এদিন সকাল ১০ টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইটিপিও-এর কমপ্লেক্স চত্বরে পুজো ও যজ্ঞতে অংশ নেন। এছাড়াও এই কমপ্লেক্সের নির্মাণকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এই কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা পোক্ত করা হয়েছিল। উদ্বোধনের আগে প্রগতি ময়দানে এবং তার আশেপাশে শত শত কর্মী মোতায়েন করেছিল দিল্লি পুলিস।


Follow us on :