০৯ মে, ২০২৪

Modi: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত একদিনও ছুটি নেননি নরেন্দ্র মোদী! চমকে দেওয়ার মত তথ্য প্রকাশ্যে
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-04 20:06:43   Share:   

জনপ্রিয়তার নিরিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদেরও ছাপিয়ে গিয়েছেন, তা একাধিকবার রিপোর্টে এসেছে। এককথায় তাঁর জনপ্রিয়তা শীর্ষে গিয়ে পৌঁছেছে। আর এবারে মোদীর বিষয়ে আরও এক চমকে দেওয়ার মত খবর এসেছে। জানা গিয়েছে, তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একদিনও 'ছুটি' (Leave) নেননি। অর্থাৎ প্রধানমন্ত্রীত্বের সাড়ে ন'বছরের কেরিয়ারে একদিনও 'ছুটি' নেননি তিনি, এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে।

জানা গিয়েছে, আরটিআই বা রাইট টু ইনফরমেশনে (Right to Information) দাখিল হওয়া প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর দফতরের তরফে উত্তর দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রফুল্ল পি সারদা নামে এক ব্যক্তি দুটি আরটিআই দাখিল করেছিলেন। যেখানে তিনি দুটো প্রশ্ন করেছিলেন তিনি। প্রথম প্রশ্ন ছিল, 'প্রধানমন্ত্রী হওয়ার পর কতদিন দফতরে উপস্থিত ছিলেন তিনি?' দ্বিতীয় প্রশ্ন ছিল, 'প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত গুলো ইভেন্টে তিনি অংশগ্রহণ করেছেন?' এর পরই প্রধানমন্ত্রী দফতর থেকে প্রথম প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, 'প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন সময় মতো দফতর এসেছেন। এমনকি দায়িত্ব পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একদিনও ছুটি নেননি তিনি।' দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে দেখা গিয়েছে, তিনি এখন পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি ইভেন্টে যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া উত্তর নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma)। দেশের প্রধানমন্ত্রীর উপর গর্ববোধ করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'MyPmMyPride'। তবে শুধুমাত্র অসমের মুখ্যমন্ত্রী নন, প্রধানমন্ত্রী মোদীর তাঁর কাজের প্রতি এমন নিষ্ঠা দেখে বেজায় খুশি মোদী অনুরাগীরাও।


Follow us on :