১০ মে, ২০২৪

Rozgar Mela: রোজগার মেলায় ফের ৭০ হাজারের বেশি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-22 21:19:44   Share:   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফের ৭০ হাজারের বেশি নিয়োগপ্রাপ্তদের হাতে তুলে দিলেন নিয়োগপত্র। ২২ জুলাই, শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার (Rozgar Mela) অধীনে নতুন নিয়োগপ্রাপ্তদের এই নিয়োগপত্র তুলে দেন ও সেই অনুষ্ঠানে তাঁদের উদ্দেশে বক্তৃতা দেন।

গত বছরের অক্টোবরে রোজগার মেলার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর লক্ষ্য দেশে ধাপে ধাপে ১০ লক্ষ কর্মসংস্থান। ফলে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০ হাজারের বেশি নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। সরকারি বিবৃতি অনুযায়ী, সারা দেশের ৪৪টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্যোগকে সমর্থন করে কেন্দ্রীয় সরকার বিভাগ, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিয়োগগুলি চলছে৷

এদিন রোজগার মেলায় যুবক-যুবতিদের ভার্চুয়াল ভাবেই জয়েনিং লেটার পাঠিয়ে মোদী বলেন, দেশ নতুন দিগন্তে এগিয়ে চলেছে। কেন্দ্রের লক্ষ্য হল চলতি বছর ১০ লক্ষ চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, 'স্বাধীনতার অমৃত মহোৎসবে যখন দেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে, তখন সরকারি চাকরিতে যোগ দেওয়া আপনার জন্য বড় সুযোগ। এটা আপনাদের পরিশ্রমের ফল।' 


Follow us on :