০৯ মে, ২০২৪

PM Modi: দ্বিপাক্ষিক বৈঠক সেরে একাধিক বিষয়ে মউ স্বাক্ষর করলেন মোদী ও মহম্মদ বিন সলমন
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-11 19:12:34   Share:   

রবিবার শেষ হয়েছে জি-২০ সম্মেলন (G20 Summit)। তবে দেশে থেকে গিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন (Prince Mohammed bin Salman)। সোমবার তাঁর সঙ্গেই দ্বিপাক্ষিক বৈঠক সারলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। হায়দরাবাদ হাউসে বসেছিল সেই বৈঠক। সোমবার একাধিক ইস্যু নিয়ে মোদীর সঙ্গে আলোচনা হয় মহম্মদ বিন সলমনের। এর পাশাপাশি এদিন স্বাক্ষর করা হল একাধিক মউ (MoU)। এদিন বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সৌদি আরব ভারতের অন্যতম বড় সহযোগী দেশ। দুই দেশের মধ্যে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার বার্তাও দিয়েছেন তিনি।

সূত্রের খবর, গত ৮ ডিসেম্বর ভারতে আসেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। জি-২০ সম্মেলনের পরই মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি, এমনটা আগেই জানা গিয়েছিল। ফলে সোমবারে বৈঠকে বসেন তাঁরা ও একাধিক মউ স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন বৈঠকে আর্থিক অবস্থা  থেকে শুরু করে বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এর পর, এমইএ-এর মুখপাত্র অরিন্দম বাগচি এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, সোমবার সৌদি আরবের যুবরাজ ও মোদীর মধ্যে কী কী বিষয়ে আলোচনা হতে পারে। পরে এও জানা গিয়েছে, বিনিয়োগ চুক্তির অধীনে নয়া দিল্লিতে একাধিক মউ স্বাক্ষর হয়েছে ভারত ও সৌদি আরবের মধ্যে।


Follow us on :