২৭ এপ্রিল, ২০২৪

CAA: 'শিখ-হিন্দু পরিবারের জন্য সিএ আইন এনেছে কেন্দ্র', মোদীর মুখে নাগরিকত্ব আইন প্রসঙ্গ
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-09 08:47:41   Share:   

দুই রাজ্যের বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর মুখে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। মঙ্গলবার নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, 'দেশভাগের সময় পঞ্জাবের লোক এবং দেশের লোক যে বলিদান দিয়েছে। সেই বলিদানের স্মৃতিতে দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস চালু করেছে। দেশভাগের শিকার হিন্দু-শিখ (Hindu-Sikh) পরিবারের জন্য আমরা সিএ আইন এনেছি। ওদের নাগরিকত্ব দিয়ে একটা দিশা দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন গুজরাত বিদেশে পীড়িত শিখদের নাগরিকত্ব দিয়ে বলতে চায়, শিখরা যেখানেই থাকুক, ভারত তাঁদের ঘরবাড়ি।'

এভাবেই সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে ঘুরিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর এই মন্তব্যের সমালোচনায় সরব সিপিএম। বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'প্রধানমন্ত্রী বলবেন এক, করবেন এক এই মানসিকতা ভালো না। বলছেন যে দেশভাগের শিকার হয়েছেন হিন্দু এবং শিখ সুতারাং এই আইন তাঁদের জন্য। কিন্তু আইনে বলা রয়েছে হিন্দু, শিখ, ক্রিশ্চান ইত্যাদির প্রসঙ্গ।'   

এদিকে, গুজরাতে সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া প্রসঙ্গে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'নাগরিকত্ব আইন বাংলায় করতে দেব না। এখানে সবাই নাগরিক।'


Follow us on :