০৯ মে, ২০২৪

Modi-Hasina: শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরেই বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-08 20:59:11   Share:   

রাত পোহালেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে (New Delhi) বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন (G20 Summit)। তার আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জি-২০-এর সদস্য না হওয়া সত্ত্বেও 'অতিথি দেশ' হিসাবে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। ফলে প্রধানমন্ত্রীর বাসভবনেই এদিন দ্বিপাক্ষিক বৈঠক সারলেন তিনি। আর এর পরই এক্স অ্যাকাউন্টে বাংলায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদী।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মোদী এক্স অ্যাকাউন্টে লেখেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।' তবে এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী মোদী আর ১৪জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।


Follow us on :