২১ মে, ২০২৪

Operation Ajay: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন আরও ২৩৫ জন ভারতীয়
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-14 12:01:09   Share:   

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে (Israel-Hamas War) আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের দেশে ফিরিয়ে আনতে 'অপারেশন অজয়' (Operation Ajay) অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার। এই অপারেশনের দৌলতেই শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে ২১২ জন ভারতীয়কে। এবারে শনিবার ২৩৫ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হল। এদিন সকালেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বিশেষ বিমান।

সূত্রের খবর, শনিবার সকালে দুই শিশু-সহ ২৩৫ জনকে নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’। সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ইজরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দ থেকে ভারতের উদ্দেশে বিমানটি ছাড়ে। নয়াদিল্লি পৌঁছয় শনিবার সকালে। রাতেই এই দ্বিতীয় বিমানের কথা জানিয়ে এক্স মাধ্যমে ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবারও ইজরায়েলে বিমান পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।


Follow us on :