২৬ এপ্রিল, ২০২৪

Police: স্বাধীনতা দিবসে থানার মধ্যেই 'নাগিন ডান্স' দুই পুলিসকর্মীর
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-18 17:32:33   Share:   

আহা, পুলিস (police) বলে কি নাচতে (dance) নেই? চাকরি (service) করেন বলেই কি সব শখ একেবারে জলাঞ্জলি দিতে হবে? এমন তো কেউ মাথার দিব্যি দেয়নি। তাই একটু নাচলে ক্ষতি কী? তাই স্বাধীনতা দিবসে (independence day) থানার মধ্যেই ‘নাগিন ডান্স’(nagin dance)! ঘটনাটি উত্তরপ্রদেশের কোতোয়ালি জেলার একটি থানার। 

ঠিক কী হয়েছিল? সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উদ্‌যাপনের আয়োজন করা হয়েছিল থানায়। উদযাপনের পাশাপাশি নাচ করে শাস্তির মুখে পড়লেন দুই পুলিসকর্মী। দুই পুলিসকর্মীর নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় উপরমহলে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিসকর্মী ভেঁপুতে নাগিন-এর তালে মত্ত। বাজাতে বাজাতে তিনি ঘুরছেন। আর অন্য পুলিসকর্মী মাটিতে হাঁটু গেড়ে বসে নাগিন ডান্স করছেন। দু’জনের নাচের সময় তাঁদের এই নাচের মজা নিচ্ছিলেন পাশে দাঁড়িয়ে থাকা সহকর্মীরা। তালে তালে তাঁরা হাততালিও দিচ্ছিলেন। ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিসের উপর মহল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

তবে শাস্তির মুখে সাব-ইনস্পেক্টর ও কনস্টেবল। তাঁদের দু’জনকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে বলে পুলিস সূত্রে খবর।


Follow us on :