১২ মে, ২০২৪

Govt Jobs: যৌন নির্যাতনে অভিযুক্তদের দেওয়া হবে না সরকারি চাকরি, ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-09 13:00:16   Share:   

রাজ্যের মহিলাদের সুরক্ষার্থে এক কড়া পদক্ষেপ নিল রাজস্থান সরকার (Rajasthan Government)। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) ঘোষণা করেন, রাজ্যে যারা যৌন নির্যাতন, অশ্লীলতার মত অপরাধে অভিযুক্ত, তাদের সরকারি চাকরি (Government Jobs) থেকে বঞ্চিত রাখা হবে। অর্থাৎ যৌন নির্যাতনে অপরাধী, অভিযুক্তরা সরকারি চাকরি করতে পারবে না। এমনটাই মঙ্গলবার ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

গত কয়েক বছরে রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে। যৌন নিগ্রহ, যৌন নির্যাতন, হেনস্থা, অশ্লীল আচরণের মত ঘটনা বেড়েই চলেছে। ফলে অপরাধী বা অভিযুক্তদের 'শাস্তি' দিতে এমন সিদ্ধান্ত রাজস্থান সরকারের। তবে রাজনৈতিক মহলের মতে, রাজস্থানের পরিস্থিতি নিয়ে কংগ্রেসকে একাধিকবার কটাক্ষ করেছে বিজেপি। এরপরই আসন্ন ভোটের আগেই এমন পদক্ষেপ নিতে দেখা গেল।

অশোক গেহলট মঙ্গলবার টুইট করে লিখেছেন, 'রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, যৌন নির্যাতন, হেনস্থা এইসব অপরাধে অভিযুক্তদের সরকারি চাকরি দেওয়া হবে না।' তিনি আরও জানিয়েছেন, এসব অপরাধীদের নথিও রাখা হবে থানায়। এমনকি রাজ্য সরকার ও পুলিসের তরফে যে তাদের চরিত্রের যে শংসাপত্র দেওয়া থাকবে, সেখানে অপরাধগুলোর বিষয় উল্লেখ থাকবে।


Follow us on :