১২ মে, ২০২৪

Marriage: দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা, নয়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর!
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-27 20:42:47   Share:   

প্রথম স্ত্রী জীবিত থাকলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মচারিরা। এমনটাই নির্দেশিকা জারি করল অসম সরকার (Assam Government)। যদি ধর্মেও দ্বিতীয় বিয়ের অনুমোদন থাকে, সেক্ষেত্রেও অসম সরকারের অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে। একই নিয়ম মহিলা সরকারি কর্মীদের ক্ষেত্রেও অর্থাৎ তাঁদেরও স্বামী জীবিত থাকলে তাঁরা দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আর এর অন্যথা হলেই মোটা অঙ্কের জরিমানা তো বটেই, সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হতে পারে।

বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভার তরফে। নয়া নির্দেশকায় বলা হয়েছে, 'পার্সোনাল ল' বা নিজস্ব ধর্মীয় আইন যাই থাক না কেন, প্রথম স্ত্রী জীবিত থাকতে অসম সরকারের অনুমতি ছাড়া আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না রাজ্যের সরকারি কর্মীরা। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে উপযুক্ত ছাড়পত্র নিতে হবে। একইভাবে, কোনও সরকারি মহিলা কর্মীও স্বামী বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। যদি কেউ এই নির্দেশিকা অমান্য করে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকী তাঁকে আগাম অবসর নিতে বাধ্য করা হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।


Follow us on :