০৯ মে, ২০২৪

Nipa: নিপার আক্রমন বাড়ছে কেরলে, আতঙ্ক পশ্চিমবঙ্গেও
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-15 16:14:56   Share:   

নিপা ভাইরাসের জেরে ক্রমেই আতঙ্ক বাড়ছে কেরলে। বৃহস্পতিবার নতুন করে আরও একজনের শরীরে নিপা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। যার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।

এদিকে ওই ৫ জন আক্রান্তের সংস্পর্ষে এসেছেন ৭০৬ জন। তাঁদের প্রত্যেকের নিপা টেস্ট করানো হয়েছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইতিমধ্যে কোঝিকোড়ে নিপা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য হাই এলার্ট জারি করেছে স্বাস্থ দফতর।

অতীতেও সবথেকে বেশি নিপা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছিল কোঝিকোড়ে। ২০১৮ সালে এবং ২০২১ সালে ভয়াবহ আকার ধারণ করেছিল। সেসময় আক্রান্তের সংখ্যা ছিল মোট ২৩ জন। তাঁদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এবারও বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছে। নিপা ভাইরাসের জেরে একাধিক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ১৬ টি কমিটি গঠন করে পুরো পরিস্থিতি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


Follow us on :