১৭ মে, ২০২৪

Spicejet: মাঝআকাশ থেকে নাসিকগামী স্পাইসজেট ফেরত এল সেই দিল্লি বিমানবন্দরে
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-01 12:31:20   Share:   

অটোপাইলট সিস্টেমে (autopilot system) ত্রুটির কারণে একটি নাসিকগামী (Nashik) স্পাইসজেট (SpiceJet) ফ্লাইট বৃহস্পতিবার সকালে টেক-অফের কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের উদ্দেশ্যে যাত্রা করেছিল ওই  স্পাইসজেট বিমানটি।  ডিজিসিএর একজন আধিকারিক জানিয়েছেন, বোয়িং ৭৩৭ বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

স্পাইসজেট ফ্লাইট SG-8363 দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৬.৫৪ মিনিটে নাসিকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু অটোপাইলট সিস্টেমে বিপত্তি হওয়ায় দিল্লিতে ফিরে আসে। যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন  স্পাইসজেটের একজন মুখপাত্র।

জুলাইয়ের শুরুতে, এভিয়েশন ওয়াচডগ বলেছিল যে স্পাইসজেট নিরাপদ, দক্ষ এবং নির্ভরযোগ্য বিমান পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। পরে এয়ারলাইনটিকে তার সর্বোচ্চ ৫০ শতাংশ ফ্লাইট পরিচালনা করার নির্দেশ দেয়।


Follow us on :