১৭ মে, ২০২৪

Modi: 'মহাদেবকেও ছাড়লেন না', বেটিং অ্যাপ কাণ্ডে কংগ্রেসকে আক্রমণ মোদীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-04 20:12:02   Share:   

বলিউড তারকারা নয়, এবারে মহাদেব বেটিং অ্যাপ মামলায় নাম জড়িয়ে পড়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel)। মহাদেব বেটিং অ্যাপের কর্মকর্তারা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছেন, এমনটাই দাবি ইডি আধিকারিকদের। এবারে এই মামলায় নাম না করেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 'ভগবান মহাদেবকেও ছাড়লেন না', এমনটাই বলতে শোনা গেল প্রধানমন্ত্রীকে।

শুক্রবার ভোটমুখী ছত্তিশগড়ে নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'ওরা ভগবান মহাদেবের নামও ছাড়ল না।' মোদীর সংযোজন, 'নিজেদের কোষাগার পরিপূর্ণ করতে ছত্তিশগড়ের মানুষের থেকে টাকা লুটেছে কংগ্রেস সরকার। আমরা সবাই জানি কীভাবে সেই টাকা শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে।'

আবার প্রধানমন্ত্রী মোদীর সমাবেশের আগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত করেছেন। মুখ্যমন্ত্রী বাঘেলকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, 'বেটিং অ্যাপের টাকাগুলি নির্বাচনী প্রচারে ব্য়বহার করা হচ্ছে। কংগ্রেস হাওয়ালা অপারেটরদের সাহায্য নিয়ে ছত্তিশগড়ে নির্বাচন লড়ছে। আমাদের নির্বাচনী ইতিহাসে কখনও কেউ এমন দেখেননি। ক্ষমতায় বসে সাট্টা খেলা হচ্ছে।'


Follow us on :