১৫ মে, ২০২৪

Modi-Mamata: ১৬ মাস পর মুখোমুখি মোদী-মমতা, ২০ মিনিটের বৈঠকে কী কী কথা হল
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-20 12:12:55   Share:   

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দীর্ঘ সময় ধরেই সরব তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের পাশাপাশি দিল্লিতেও এই বিষয়ে তাঁরা আন্দোলন করেছেন। এবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূলের ১০ জন সাংসদকে সঙ্গে নিয়ে তিনি মোদীর সঙ্গে দেখা করলেন। জানা গিয়েছে, আজ, ২০ ডিসেম্বর সকাল ১১টায় সাক্ষাৎ করেন তাঁরা। তবে নির্ধারিত সময়ের আগে ২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ওই বৈঠক। রাজ্যের বকেয়া টাকা পাবেন কিনা, বৈঠকে কী কী কথা হয়েছে, এই নিয়েই এখন প্রশ্ন উঠছে।

সূত্রের খবর, ২০ ডিসেম্বর, বুধবার মোদী-মমতার বৈঠক শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ওই বৈঠক। প্রধানমন্ত্রীকে মমতা জানিয়েছেন যে,  ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী সমস্ত কিছু মন দিয়ে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আর কী কী কথা হয়েছে মমতা, তা বিজয় চকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাবেন মুখ্যমন্ত্রী।


Follow us on :