১৪ মে, ২০২৪

Hospital: সরকারি হাসপাতালে গত ৮ দিনে ওষুধের অভাবে মৃত্যু ১০৮ জনের! অভিযোগ অস্বীকার ডিনের
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-11 13:11:23   Share:   

মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেড়ের (Nanded) হাসপাতালে (Hospital) ৪৮ ঘণ্টায় ৩১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশজুড়ে। অভিযোগ উঠেছিল, ওষুধের ঘাটতি, স্বাস্থ্যকর্মীর অভাবের কারণেই হাসপাতালের এই পরিস্থিতি। এবারে এই হাসপাতালেরই আরও মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, মহারাষ্ট্রের নান্দেড়ের হাসপাতালে গত ৮ দিনে মৃত্যু হয়েছে ১০৮ জনের। গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ১১ জনের। অন্যদিকে হাসপাতালে ওষুধের জোগান নেই, এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন খোদ হাসাপাতালের ডিন।

হাসপাতালে একের পর এক মৃত্যুতে এবারে মুখ খুললেন হাসপাতালের ডিন শ্যাম ওয়াকোড়ে। মহারাষ্ট্রের নান্দেড় জেলার শংকররাও চভন সরকারি হাসপাতালের পরিস্থিতি নিয়ে কিছুদিন আগেই সরব হয়েছিলেন মহারাষ্ট্রেপ বিজেপি সাংসদও। এমনকি সেখানে গিয়ে ডিনকে দিয়ে শৌচালয়ও পরিষ্কার করান। কিন্তু এবারে ডিন শ্যাম ওয়াকোড়ে সমস্ত অভিযোগ উড়িয়ে এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, হাসপাতালে ওষুধের জোগান পর্যাপ্ত রয়েছে। কোনও কমতি নেই তাতে। যেসব শিশুদের মৃত্যু হয়েছে, তারা জন্মগত সমস্যা নিয়ে জন্মেছিল। তাই তাদের মৃত্য হয়েছে। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের যাঁদের মৃত্যু হয়েছ, তাঁদের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু ওষুধের অভাবের জন্য কেউ মারা যাননি বলে দাবি ডিন শ্যাম ওয়াকোড়ের।


Follow us on :