১৭ মে, ২০২৪

Mamata: মমতার মস্তিষ্কপ্রসূত নামেই বিরোধী জোটের নামকরণ, কৃতজ্ঞতা মমতার
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-19 13:43:11   Share:   

বেঙ্গালুরু থেকে আগামী লোকসভা ভোটের ক্ষেত্র তৈরি করে ফেলেছেন বিরোধীরা। মোদী সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছে নতুন জোট ইন্ডিয়া। মঙ্গলবার বিকেল থেকেই রাজনীতির ময়দানে নতুন জোটের উত্থানের খবরে সরগরম রাজনৈতিক মহল। জোটের নাম নিয়েও চলছে বিস্তর আলোচনা। এরই মধ্যে জানা গেল, এই ইন্ডিয়া জোটের নামের পিছনে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, দেশের নামেই নতুন জোটের নাম করা হোক। এমনই প্রস্তাব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই সর্বসম্মতিক্রমে বিস্তারিত নামকরণ হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'ইন্ডিয়া-র প্রস্তাব গ্রহণ করার জন্য সবার কাছে আমি খুব কৃতজ্ঞ।'

উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট নিয়ে বারবার উদ্যোগী হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছিলেন অনেক আগেই। একাধিক বিরোধী বৈঠক হয়েছে। কিন্তু, তার একটাও ফলপ্রসূ হয়নি। তবে, এদিনের বৈঠকে অবশেষে তৈরি হল বিরোধী জোট। সেখানেও ছাপ ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামকরণেই নামাঙ্কিত হল নয়া জোট।

এদিন বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির অপশাসনের বিরুদ্ধে দেশকে বাঁচাতে লড়বে নতুন জোট। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও ব্যক্তি যদি বিরোধীদের সমর্থন করেন, তা হলেই ইডি ও সিবিআই চলে যায়। আর সব সময় বিরোধীদের ধমকায়, চমকায়। কাজ করতে দেয় না। গণতন্ত্রকে কিনে নিতে চাইছে বিজেপি। ৩৫৫, ৩৫৬ নিয়ে ভয় দেখাচ্ছে। আজ আমরা ৪২০ ধারা করে দিয়েছি। রাজনৈতিক ভাবে এবার ইন্ডিয়া জিতবে, বিজেপি হারবে। ভারত জিতবে, বিজেপি হারবে।'


Follow us on :