১৭ মে, ২০২৪

Ayodhya: অযোধ্যার মন্দিরে খুন সন্ন্যাসী! উদ্ধার গলা কাটা দেহ, অভিযুক্ত দুই শিষ্য
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-20 13:33:01   Share:   

অযোধ্যার (Ayodhya) হনুমানগঢ়ী মন্দিরে (Hanumangarhi Temple) খুন এক সন্ন্যাসী। সূত্রের খবর, উত্তরপ্রদেশের (UttarPrdesh) অযোধ্যা জেলার রাম জন্মভূমি থানার অন্তর্গত হনুমানগঢ়ী মন্দির কমপ্লেক্সে অবস্থিত একটি আশ্রম থেকে উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত নাগা সন্ন্যাসীর দেহ। পুলিস সূত্রে খবর, সন্ন্যাসীর ঘাড়ে, বুকে ও পিঠে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। তাঁকে প্রথমে শ্বাসরোধ করে তারপর ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে পুলিস।

পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ সন্ন্যাসীর ঘর থেকে তাঁর গলা কাটা দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃত সন্ন্যাসীর নাম রাম সাহরে দাস। প্রতিদিন সকালের নিত্যপুজোয় উপস্থিত থাকতেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তাঁকে পুজোতে দেখা যায় না। পরে তাঁকে খুঁজতে গিয়ে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। রাম সাহরের ঘরে যে দু'জন শিষ্য থাকতেন, তাঁদেরকেই অভিযুক্ত হিসাবে সন্দেহ করা হয়েছে। তবে একজনকে আটক করা হলেও অপর ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে। এই হত্যার পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে, তার তদন্ত চালাচ্ছে পুলিস।


Follow us on :