১৭ মে, ২০২৪

NIA: লন্ডনে ভারতের জাতীয় পতাকার অবমাননা, তদন্ত করতে ব্রিটেন পাড়ি এনআইএ-র
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-25 08:34:02   Share:   

লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থীদের ভাঙচুরের সময় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে। গুরুতর এই অভিযোগের তদন্ত করতে ব্রিটেনের রাজধানীতে যাবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গত সপ্তাহে এই ঘটনায় তদন্তভার হাতে নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হিংসার ঘটনা খতিয়ে দেখতে ব্রিটেনে পাড়ি দেবে এনআইএ-র একটি দল।

সম্প্রতি গ্রেফতার হয়েছে ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনে নেতা অমৃতপাল সিং। তাকে ধরতে যখন তৎপর পঞ্জাব পুলিস, তখন বিশ্বের একাধিক জায়গায় খালিস্তান-পন্থী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে। সেই আন্দোলনের অংশ হিসেবে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন খালিস্তানপন্থীরা। অভিযোগ, খালিস্তানের সমর্থনে স্লোগান দিতে দিতে ইন্ডিয়া হাউসের বারান্দায় ঝোলানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন তাঁরা। সমাজমাধ্যমে সে ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।



Follow us on :