২৬ এপ্রিল, ২০২৪

NDTV: আদানির সংস্থাকে শেয়ার হস্তান্তর, এনডিটিভির ডিরেক্টর পদ ছাড়লেন প্রণয় এবং রাধিকা রায়
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-30 18:17:39   Share:   

এনডিটিভি বা নিউ দিল্লি টেলিভিশনের (NDTV) পরিচালন সংস্থার ডিরেক্টরের পদ থেকে ইস্তফা প্রণয় রায় (Pronoy Ray) এবং রাধিকা রায়ের। নিউ দিল্লি টেলিভিশনের প্রতিষ্ঠাতা ছিলেন প্রণয় এবং রাধিকা রায়। মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভির তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। মূলত স্টক মার্কেটকে (Stock Market) অবগত করতেই এই বিজ্ঞাপন দিয়েছে সংস্থা। জানা গিয়েছে, বোর্ড ডিরেক্টরেট হিসেবে  যোগ দিয়েছেন তিন নতুন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল চেঙ্গালভারায়ণ।

এনডিটিভির ওই পরিচালন গোষ্ঠীর নাম RRPRH। চলতি সপ্তাহে নিজেদের ৯৯.৫% শেয়ার আদানি গ্রুপ অধীনস্ত একটি সংস্থার নামে করা হয়েছে। এনডিটিভির চেয়ারপার্সন প্রণয় রায় এবং তাঁর স্ত্রী কার্যনির্বাহী পরিচালক রাধিকা ছিলেন ওই পরিচালন সংস্থার অন্যতম দুই অধিকর্তা। আরআরপিআরএইচ শেয়ার বিক্রি করে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেই পদ ছাড়েন দু’জনে।



Follow us on :