১২ মে, ২০২৪

Modi: এবার দু'দিনের ফ্রান্স সফরে মোদী, বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই সফর...
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-13 14:01:20   Share:   

চলতি বছরের গত মাসেই অর্থাৎ জুনেই মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর সেই সফর যে নজির গড়েছিল তা বলাই বাহুল্য। এবার প্যারিস (Paris)) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেই সফরও যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) আমন্ত্রণে দুই দিনের (১৩ জুলাই ও ১৪ জুলাই) সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ব্যাস্টিল দিবস উপলক্ষে সেখানে বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন তিনি। ফ্রান্স সফর সেরে ফেরার পথে এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন প্রধানমন্ত্রী।

ব্যাস্টিল ডে-কে ফ্রান্সের ন্যাশনাল ডে-ও বলা হয়ে থাকে। এটি ফ্রান্সের এক বিশেষ দিন। সেই অনুষ্ঠানে কোনও না কোনও বিদেশি অতিথি উপস্থিত থাকেন প্রতিবারই। এবার সেখানেই হাজির থাকবেন নরেন্দ্র মোদী। এমনকী বিভিন্ন দেশের বিমানও অংশ নেয় সেই অনুষ্ঠানে। ফ্রান্স সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক বৈঠক হবে। তাঁরা যোগ দেবেন নৈশভোজেও। ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়ামে মোদীকে আপ্যায়ন করবেন ম্যাক্রোঁর। একাধিক সংস্থার সিইও-দের সঙ্গেও দেখা করবেন মোদী। ফরাসি প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন, সেনেট প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনায় বসার কথা প্রধানমন্ত্রীর। বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে তাঁদের।

বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশ কীভাবে একযোগে কাজ করতে পারে, সে বিষয়েও আলোচনা হবে। অনুমান করা হচ্ছে, তাঁদের আলোচনায় উঠে আসতে পারে প্রযুক্তি, প্রতিরক্ষা, নির্মাণকাজ, পরিবেশ রক্ষা, খেলাধুলা বা সংস্কৃতি সংক্রান্ত বিষয়গুলি।

ফ্রান্স সফরের পর আগামী ১৫ জুলাই আবু ধাবি যাবেন মোদী। সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। সে দেশেও মোদী কথা বলবেন শিক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, সংস্কৃতির মতো বিষয়ে।


Follow us on :