১৬ মে, ২০২৪

Modi: গত সাড়ে ৯ বছরে একদিনও ছুটি নেননি মোদী, আরটিআইয়ের জবাবে জানাল কেন্দ্র
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-05 13:24:47   Share:   

বিরামহীন প্রধানমন্ত্রী। তথ্যের অধিকার আইনে আনা এক প্রশ্নের জবাবে একথাই জানাল প্রধানমন্ত্রীর দফতর। দাবি করা হয়েছে, গত সাড়ে নয় বছরে একদিনের জন্যও ছুটি নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি।

যদিও প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া এই তথ্যকে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বিরোধীরা। তাদের পাল্টা দাবি, কেদারনাথের গুহায় বসে ধ্যান করা কী সরকারি কর্মসূচি ছিল ? নাকি জিম করবেট ন্যাশনাল পার্কে বেয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করাও সরকারি কর্মসূচির মধ্যে পড়েছিল ?

বিরোধীদের এই কটাক্ষকে পাত্তাই দিচ্ছে না বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, উন্নয়নের যে মার্গদর্শন প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, তা সবাই আজ অনুসরণ করছেন। ২০১৪ সালের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর সরকারে থাকতে হলে কাজ করতে হবে। সম্প্রতি সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসাবে একদিনও ছুটি নেননি নরেন্দ্র মোদী।


Follow us on :