১৫ মে, ২০২৪

Santiniketan: ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেল শান্তিনিকেতন, উচ্ছ্বসিত মোদী-মমতা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-18 10:21:07   Share:   

শান্তিনিকেতনের (Santiniketan) মুকুটে জুড়েছে নয়া পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের (World Heritage Site) তকমা পেয়েছে শান্তিনিকেতন। ইউনেসকোর (UNESCO)এই ঘোষণায় আনন্দে আত্মহারা আপামর বাঙালি। ফলে রবিবার রাত থেকে বয়ে চলেছে শুভেচ্ছার বন্যা। ইউনেসকোর এই ঘোষণায় বেজায় খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্পেন সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার এই গর্বের কথা তাঁর কানে পৌঁছতেই তাঁর এক্স অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীও।

সারা বিশ্বজুড়ে অত্যন্ত গর্বিত বাঙালি এবং সংস্কৃতিপ্রেমী মানুষরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত হওয়ায় আনন্দিত ও গর্বিত। এটা বিশ্ববাংলার কাছে গর্বের। গুরুদেবের আদর্শে লালিত হয়েছে শান্তিনিকেতন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর পাশে থেকেছে। গত ১২ বছর ধরে শান্তিনিকেতনের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। অবশেষে বিশ্ব দরবারে স্বীকৃতি পেল সেই ঐতিহ্যবাহী স্থান।'

অন্যদিকে নিজের জন্মদিনের দিন এই সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুশির খবর প্রকাশ করেছেন। মোদী লিখেছেন, 'অত্যন্ত আনন্দিত হয়েছি যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গির মূর্ত রূপ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিনিকেতন ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ-এর তালিকায় স্থান পেয়েছে। এটা সমস্ত ভারতবাসীর জন্য একটা গর্বের মুহূর্ত।'


Follow us on :