ব্রেকিং নিউজ
Modi-Government-renamed-Mughal-Garden-of-Raisina-Hill-President-of-India-will-inaugurate--
Mughal: ফের নাম বদল মোদী সরকারের! রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-29 11:31:57


আরও একটি বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকার। রাষ্ট্রপতি ভবনের 'মুঘল গার্ডেন' (Mughal Garden)-এর নাম বদলে করা হল 'অমৃত উদ্যান'(Amrit Udyan)। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ আর তাকে কেন্দ্র করে শনিবার বাগানের এই নামকরণ করা হয়েছে। জানা গিয়েছে, রাষ্ট্রপতি নিজেই এই নামকরণ করেছেন৷ আগামী ২৯ শে জানুয়ারি রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অমৃত উদ্যানের উদ্বোধন করবেন৷ এরপর ৩১শে জানুয়ারি থেকে ২৬ শে মার্চ পর্যন্ত দু'মাস পর্যটকদের জন্য বাগান খোলা থাকবে।

উল্লেখ্য, এই নাম বদল মোদি সরকারের রাজত্বে প্রথম নয়। এর আগেও নামবদলের পালা চলেছে। যেমন- দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’, মুঘলসরাই জংশনের মতোই ইলাহাবাদ, ফৈজাবাদ স্টেশনগুলির নাম বদলে যথাক্রমে প্রয়াগরাজ এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখা হয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন