১৬ মে, ২০২৪

Police: দিল্লির রাস্তায় ট্রাফিক পুলিসের উপর হামলা দুষ্কৃতীদের, লোপাট ৬৩ হাজার টাকা
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-02 13:51:35   Share:   

ফাঁকা রাস্তায় এক ট্রাফিক পুলিসকে (Traffic Police) একা পেয়ে লুটে নিল দুষ্কৃতীরা। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ওই পুলিস কর্মীকে। তারপর তাঁর মোবাইল ফোন, এটিএমকার্ডসহ (ATM) টাকাপয়সাও ছিনতাই করে ওই দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) সিগনেচার ব্রিজের এলাকায়।

জানা গিয়েছে, ওই ট্রাফিক পুলিসের নাম মোহিত। ২৯ মার্চ রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে ঘিরে ধরে দুষ্কৃতীরা তাঁকে। ধারালো অস্ত্রের কোপ মারা হয় মোহিতের শরীরে। তারপর তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাই করা ওই ব্যাগে ৬ হাজার নগদ টাকা ছিল বলে জানিয়েছেন মোহিত। এছাড়াও ছিল এটিএম কার্ড, পরিচয়পত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি। অভিযোগ, মোহিতের মোবাইল ফোন ব্যবহার করে ই-ওয়ালেটের মাধ্যমে তাঁর ব্যাঙ্ক থেকে ৬৩ হাজার টাকা তুলে নেয় দুষ্কৃতীরা।

মোহিতের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছেন দিল্লি পুলিস। পুলিস জানিয়েছেন, ঘটনায় অভিযুক্তরা হলেন আরিফ, আবিদ এবং অনুপ। অনুপই হলো ওই দুষ্কৃতী দলের মূল মাথা। পুলিস এই ঘটনায় সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।


Follow us on :