১৭ মে, ২০২৪

Cyber: ভিডিও লিঙ্কে ক্লিক করতেই লাখ লাখ টাকা উধাও, পুলিসের দ্বারস্থ যুবক
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-18 09:58:31   Share:   

অনলাইনে প্রতারণার (Cyber crime) শিকার মুম্বইয়ের (Mumbai) এক ব্যক্তি। খোয়ালেন ৮.২ লক্ষ টাকা। অভিযোগ, ইউটিউবে ভিডিয়ো লাইক এবং সাবস্ক্রাইব করতেই লাখ লাখ টাকা খোয়ান অভিযোগকারী। জানা গিয়েছে, অভিযোগকারীর নাম বিনোদ কুমার হরিজন। মুম্বইয়ের ভিখরোলির বাসিন্দা। ১৩ এপ্রিল তাঁর কাছে হোয়াটসঅ্যাপে (Whatsapp) একটি মেসেজ আসে। সেই মেসেজের ফাঁদে পা দিতেই প্রতারিত হন তিনি। 

হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তি জানান, তাঁর নাম ভটনগর। একটি সংস্থার এইচআর তিনি। সংস্থার নাম এমফাসিস। বিনোদকে ওই ব্যক্তি জানান, সংস্থা নতুন একটি প্রকল্প এনেছে। সেখানে কিছু ইউটিউব ভিডিয়োতে লাইক এবং সাবস্ক্রাইব করেই টাকা মিলবে। পুলিস সূত্রে খবর, বিনোদকে বলা হয়েছিল, একটি ভিডিয়ো লাইক এবং সাবস্ক্রাইব করলে ১,৩০০ থেকে ১,৫০০ টাকা দেওয়া হবে। দু-একটা ভিডিয়ো লাইক করার পরেই তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে খবর আসে। এ ভাবে ধাপে ধাপে মোট ৩,৫০০ টাকা ঢোকে বিনোদের অ্যাকাউন্টে। এর পর পূজা নামের এক মহিলা ফোন করেন বিনোদকে জানান, একটি নতুন প্রকল্পে ৫,০০০ টাকা বিনিয়োগ করা হলে ৬,৫০০ টাকা পাবেন গ্রাহক। এই প্রকল্পে ৮.২ লক্ষ টাকা বিনিয়োগ করেন বিনোদ। তার পর থেকেই ওই মহিলা নিজের ফোন বন্ধ করে দেন। ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিস।


Follow us on :