১৪ মে, ২০২৪

LandSlide: পাহাড়ের গা বেয়ে বিশালাকৃতির পাথর এসে গুঁড়িয়ে দিল একের পর এক গাড়ি, মৃত ২
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-05 13:53:00   Share:   

গা শিউরে ওঠার মতো দৃশ্য। পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে বহু গাড়ি, এর মধ্যে পাশের পাহাড় থেকে পাথর দ্রুত গতিতে গড়িয়ে আসতেই দুমড়ে-মুচড়ে গেল তিনটি গাড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডে (Nagaland)। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন ৩ জন।

বেশ কয়েকদিন ধরেই নাগাল্যান্ডে অনবরত বৃষ্টি পড়ে চলেছে। এর ফলে জায়গায় জায়গায় ধস (Landslide) নামায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তাই নাগাল্যান্ডের চুমোউকেদিমা নামক জায়গায় কোহিমা-ডিমাপুর জাতীয় সড়কে সারি সারি দাঁড়িয়ে ছিল একাধকি গাড়ি। এরপরই পাহাড়ের গা বেয়ে হঠাৎ বিশালাকৃতির পাথর এসে গুঁড়িয়ে দিল তিনটি গাড়ি। চোখের নিমেষে খেলনা গাড়ির মতো ভেঙে চুরমার হয়ে গেল দুটি গাড়ি ও একটি উল্টে যায়। এরপরই একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের ডিমাপুরের রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা চলাকালীন আরেক জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এই ভয়ঙ্কর দৃশ্য পিছনে দাঁড়িয়ে থাকা গাড়ির এক ব্যক্তির ফোনে এই ক্যামেরাবন্দি হয়। এরপর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়।


Follow us on :