২২ মে, ২০২৪

Malay: ২৬ এপ্রিল পর্যন্ত মন্ত্রী মলয়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়, ইডিকে নির্দেশ দিল্লি হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-12 18:30:27   Share:   

কয়লা পাচার-কাণ্ডে (Coal Smuggling Case) বড় স্বস্তি পেলেন মন্ত্রী মলয় ঘটক। আগামি ২৬ এপ্রিল পর্যন্ত তাঁর (Minister Malay Ghatak) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সংস্থা তাদের বক্তব্য আদালতকে জানাবে। এই মর্মে ইডিকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। পাশাপাশি কয়লা পাচার-কাণ্ডে এই মুহূর্তে রাজ্যের মন্ত্রীকে দিল্লি তলব করতে পারবে না কেন্দ্রীয় সংস্থা। গত বছর কয়লা পাচার মামলায় মলয় ঘটকের আসানসোলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর কেন্দ্রীয় সংস্থা ইডিও তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদের জন্য।

এদিকে, ফের একবার ইডি হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডি হাজিরা এড়ালেন তিনি। অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার পর মোট তিনবার গরু পাচার-কাণ্ডের তদন্তে সুকন্যাকে দিল্লিতে তলব করে কেন্দ্রীয় সংস্থা। তিনবারই ইডি হাজিরা এড়ান তিনি। সম্প্রতি বোলপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন সুকন্যা। পেটে যন্ত্রণার কারণে তিনি চিকিৎসাধীন হয়েছিলেন এমনটাই সূত্রের খবর।


Follow us on :