১৭ মে, ২০২৪

LokSabha: লোকসভার নিরাপত্তায় ত্রুটি, দর্শনার্থীদের পাশ দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত স্পিকার ওম বিড়লার!
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-13 17:44:18   Share:   

বুধবার লোকসভায় (LokSabha) এক ধুন্ধুমার কাণ্ড ঘটে যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে পুরো দেশজুড়ে। এদিন লোকসভায় ২২ বছর আগের পুনরাবত্তি দেখা গেল ফের। দুপুরে শীতকালীন অধিবেশনের সময় নিরাপত্তায় ফাঁকি দিয়ে লোকসভার ভিজিটর গ্যালারিতে ঢোকে এবং সংসদে বিশৃঙ্খলার চেষ্টা করার অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। তাদের ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিস। আর এবারে জানা গিয়েছে, দর্শনার্থীদের পাশ দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সাধারণত সংসদের নিয়ম, প্রবেশপত্র বা অনুমতিপত্র থাকলে যে কেউ প্রবেশ করতে পারেন সংসদ ভবনে। উঁচু গ্যালারিতে বসে দেখতে পারেন লোকসভা, রাজ্যসভার অধিবেশন। আবার সাংসদদের অতিথি হলেও সংসদের গ্যালারিতে গিয়ে বসা যায়। কিন্তু আজ দেখা গেল নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আনায়াসেই সংসদ ভবনে প্রবেশ করে তাণ্ডব চালাল দুই ব্যক্তি। ফলে নিরাপত্তার জন্যই এবার দর্শনার্থীদের পাশ দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিলেন লোকসভার স্পীকার ওম বিড়লা। এর পাশাপাশি এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডাকা হল সর্বদলীয় মিটিং। আজ বিকেল ৪ টে থেকেই শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক। এছাড়াও এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার।


Follow us on :