LATEST NEWS
29 May, 2023

Cheetah: অন্ধকারের সুযোগে শিশুর উপর চিতাবাঘের হামলা, কামড়-আঁচড়ে মৃত একরত্তি
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০২-১১ ২০:১৯:৫৯   Share:   

রাজস্থানের (Rajasthan) জয়পুরে চিতাবাঘের (Leopard Attack) হামলায় মৃত্যু দেড় বছরের এক শিশুর। বাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় খুদের পরিবার সেই বন্যপ্রাণকে তাড়া করে। শিশুকে (Child Death) ফেলে পালালেও হাসপাতালে মৃত্যু হয়েছে সেই খুদের।

জয়পুরের জামওয়া রামগড় এলাকার এই ঘটনায় এখনও আতঙ্ক। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলছিল শিশুটি। সন্ধ্যার অন্ধকারের সুযোগ নিয়ে অতর্কিতে ওই বাড়ির সামনে হানা দেয় চিতাবাঘ।

Ad code goes here

শিশুর উপর হামলে পড়ে, তাকে কামড়ে, টেনে-হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার সময় শিশুটি কেঁদে ওঠে। তার কান্না শুনে ছুটে আসেন অন্যরা। বাঘটিকে তাড়া করলে শিকার ছেড়ে জঙ্গলের পালায় সে। শিশু তখনও জীবিত থাকলেও, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Ad code goes here

কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুর। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল। সেই কারণেই জঙ্গল ছেড়ে খাবার খুঁজতে খুঁজতে সে লোকালয়ে ঢোকে। সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে আক্রমণ করে। জানা গিয়েছে, রামগড় লাগোয়া জঙ্গল থেকেই লোকালয়ে ঢুকে পড়ে চিতাবাঘ।

Ad code goes here


Ad code goes here

Ad code goes here

Follow us on :