১৬ মে, ২০২৪

Modi: ভারতীয় বিচার বিভাগের সমালোচনা! সুপ্রিম নির্দেশে ক্ষমা চাইলেন ললিত মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-25 11:42:20   Share:   

সমাজমাধ্যমে ভারতীয় বিচারবিভাগের সমালোচনা করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। এই ঘটনায় তাঁকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme court)। সমাজমাধ্যমে (Social media) কিছু দিন আগেই ভুলস্বীকার করে ক্ষমা চেয়ে নেন তিনি।

সোমবার, আদালত অবমাননার অভিযোগ থেকে তাঁকে নিষ্কৃতি দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের বেঞ্চ জানায়, ললিত মোদী একটি হলফনামার মাধ্যমে জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ভারতের বিচারবিভাগকে অসম্মান করে কোনও মন্তব্য করবেন না। এই প্রসঙ্গে দুই বিচারপতির বেঞ্চের বক্তব্য, 'ললিত মোদীর নিঃশর্ত ক্ষমাপ্রার্থনাকে আদালত গ্রহণ করছে। ভবিষ্যতে দেশের বিচারব্যবস্থা নিয়ে তিনি যদি কোনও অবমাননাকর মন্তব্য করেন, তবে কঠোর ভাবে সেটি দেখা হবে।'

গত ১৩ এপ্রিল ললিত মোদী বিচারবিভাগের বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্য করেছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।


Follow us on :