১৬ মে, ২০২৪

Kamduni: যন্তর মন্তরে শুরু ধরনা, মোমবাতি জ্বালিয়ে-পোস্টার হাতে প্রতিবাদ কামদুনির প্রতিবাদীদের
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-12 20:27:34   Share:   

কামদুনি গণধর্ষণকাণ্ডে (Kamduni Case) সুবিচার পেতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ নির্যাতিতার পরিবার। বুধবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মৌসুমী-টুম্পা কয়ালরা। আবার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডাও। এবারে তাঁরা আজ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক শেষে যন্তর মন্তরে ধর্নায় (Jantar Mantar Dharna) বসলেন তাঁরা। হাতে পোস্টার নিয়ে, মোমবাতি জ্বালিয়ে তাঁরা ধরনায় বসেছেন।

সূত্রের খবর, ১২ অক্টোবর, বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করেন কামদুনির নির্যাতিতার পরিজনরা। রেখা শর্মা সকলের কথা শোনেন। কামদুনি গ্রামে মহিলা কমিশনের প্রতিনিধি দল আসার ব্যাপারে আশ্বাস দেন তিনি। পুজোর পরেই তাঁদের প্রতিনিধি দল গ্রামে আসবে, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবে বলে জানানো হয়েছে। এর পরই মৌসুমীরা দেখা করেন নির্ভয়ার মায়ের সঙ্গে। তিনি তাঁদের পাশে দাঁড়িয়েছেন ও আশ্বাস দিয়ে বলেন, 'কামদুনি যাতে বিচার পায়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব। জাতীয় মহিলা কমিশনের কাছেও অনুরোধ করব।' এর পরই মৌসুমীরা বৃহস্পতিবার সন্ধেবেলা থেকে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন।



Follow us on :