ব্রেকিং নিউজ
Indian-army-foiled-arms-smuggling-in-the-country-through-loc
Army: সীমান্ত দিয়ে ভারতে অস্ত্র চোরাচালনের বড় পরিকল্পনা ব্যর্থ করল সেনাবাহিনী, নেপথ্যে লস্কর

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-12-25 09:58:09


ভারত পাক সীমান্ত দিয়ে এদেশে অস্ত্র ঢোকানোর বড় পরিকল্পনা ব্যর্থ করল সেনাবাহিনী।  শনিবার জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ৮টি একে-৪৭ রাইফেল, ১২টি পিস্তল-সহ আরও অস্ত্রশস্ত্র উদ্ধার করে সেনা।

সেনা সূত্রে খবর, চলতি বছরে এত বিপুল সংখ্যক অস্ত্র আগে কখনও উদ্ধার হয়নি। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উরিসলর হাতলাঙা গ্রামে হানা দেয় যৌথ বাহিনী। সেখান থেকেই অস্ত্রগুলি উদ্ধার হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

গোয়েন্দা সূত্রে খবর ছিল, সন্ত্রাসবাদী সংগঠন লস্কর পাকিস্তান থেকে দেশে অস্ত্র ঢোকানোর চেষ্টা করছে। তারপরই সতর্ক হয়ে যায় প্রতিরক্ষা মন্ত্রক। সীমান্তে  বাড়ানো হয় নজরদারি। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে আধুনিক সমরাস্ত্রও রয়েছে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন