১০ মে, ২০২৪

Corona: বর্ষবরণের আগে ভয় ধরাচ্ছে করোনা, সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা চার হাজার ছুঁইছুঁই
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-30 17:49:45   Share:   

নতুন বছর শুরুর আগেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা (Corona)। ইতিমধ্যেই করোনার নয়া সাব-ভ্যারিয়েন্টে জেএন.১-এ (JN.1) আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। এছাড়াও দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭জনের।

বছরের শেষে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। বর্ষবরণের আগেই নতুন করে ভয় ধরাচ্ছে করোনা ও সাব ভ্যারিয়েন্ট জেএন.১। গত ২৪ ঘণ্টায় দেশে ৭৪৩ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সরকারি তথ্য অনুসারে, দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৯৯৭। মৃত্যু হয়েছে সাত জনের। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, কেরলে তিন জন, কর্ণাটকে দুই জন এবং তামিলনাড়ু ও ছত্তীসগড়ে একজন করে কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, ভারতে মোট ১৭৮ টি জেএন.১-এর কেস ধরা পড়েছে। গোয়াতে নতুন করে ৪৭ জন এই উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন। আর কেরলে ৪৭ জন আক্রান্ত হয়েছেন। তবে হু-এর মতে, কোভিডের অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে জেএন.১-এ আক্রান্তদের ঝুঁকি অনেক কম।


Follow us on :